Love❤️

বেঁচে থাকতে যাকে কখনো তার প্রাপ্য মূল্যায়নটুকু করেননি, যেদিন সে পৃথিবী ছেড়ে চলে যাবে, ঠিক সেদিন আপনি বুঝতে পারবেন, তার উপস্থিতি আপনার জীবনে কতটা ম্যাটার করে। ভালোবাসা বেঁচে থাকুক শেষ নিশ্বাস অব্দি।কেননা বৃদ্ধকালেই ভালোবাসার প্রয়োজন বেশি হয়।বৃদ্ধ কালের নিঃসঙ্গতা মৃত্যুর সমান।

No comments:

Post a Comment